হিবজুর রাহমান বড়ভূইয়া : সৈদপুর ২য় খণ্ড বাইপাস সংলগ্ন এলাকার এক ঘর থেকে উদ্ধার যুবতীর ঝুলন্ত মৃতদেহ। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সফিক উদ্দিন বড়ভুইয়ার বছর ২৯এর একমাত্র কন্যা নাসিমা বেগম বড়ভুইয়া রাতে খাওয়ার পর সাধারণ ভাবে শুয়ে পড়ে।
কিন্তু ভোরবেল তার ভাই ঘরে বোনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে পাশের নতুন অন্য রুমে গিয়ে ভেতর থেকে বন্ধ দেখতে পান।
এদিকে নিজের বোনকে খোঁজাখুঁজি করে পাচ্ছেন না, তাই স্বাভাবিক ভাবেই তাঁর মনে সন্দেহ হয় এবং পাড়াপরশিদের ডাকাডাকি করেন।
সবাই মলে ঘরের দরজা খুলে দেখতে পান রুমের ভিতরে ঝুলন্ত যুবতীর মৃতদেহ। খবর চাউর হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর দেওয়া হয় রাঙিরখাড়ি পুলিশ ফাঁড়িতে। রাঙিরখাড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
অন্যদিকে সোনাই সার্কল ম্যাজেসট্রেট মারিয়া তানিমও আসেন, তাঁর উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ এই আত্মহত্যার কারন অনুসন্ধান অভ্যাহত রেখেছে।