প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে মৃত ব্যক্তির নামে বরাদ্ধ হচ্ছে ঘর : আদালতে মামলা
আসামে স্বচ্ছ বিজেপি সরকার !
সিপ্রীয়ান ডায়াস : লালা উন্নয়ন খন্ডের বাউরঘাট জিপির বরবন্দ তৃতীয় খন্ডে চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টনের ক্ষেত্রে ভুতুড়ে কান্ড।
প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে মৃত ব্যক্তির নামে বরাদ্ধ করা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর।
এমন অভিযোগ এনে বড়বন্দ জিপির প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত দীপন দাস এনিয়ে আদালতে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
এরপরেই প্রতিবাদে সরব হয়ে উঠেছে হাইলাকান্দি জেলা দুর্নীতি নিয়ন্ত্রণ সামাজিক সংগঠন।
সামাজিক সংগঠন হাইলাকান্দি দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থা তাদের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জেলার দুর্নীতি নিয়ে সরব হয়ে হয়।
সংস্থার হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি মনোজ মোহন দেব জানান, লালা উন্নয়ন খন্ডের বড়বন্দ জিপির তৃতীয় খন্ড গ্রামে চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টনে ভুতুড়ে কান্ড ও সীমাহীন দুর্নীতি।
এই বড়বন্দ গ্রামে মৃত ব্যক্তির নামে প্রধানমন্ত্রীর ঘর সেকশন করা হচ্ছে অথচ প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত রয়েছেন।
তাছাড়াও বড়বন্দ জিপিতে সরকারি চাকুরীজীবী, এমনকি এক হল্ডিং ব্যবহার করে তিনজনের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছেন বলেও গুরুতর অভিযোগ করেন সংস্থার জেলা সভাপতি মনোজ মোহন দেব।
তিনি জানান, এই দুর্নীতিতে লিপ্ত রয়েছেন জিপি প্রতিনিধি, জিআরএস সহ আমলারাও। মনোজ দেব এই বিষয়ে হাইলাকান্দির জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসন থেকে সরজমিনে তদন্ত করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।