মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : ডিলেমিটেশনের মাধ্যমে বরাকের প্রতি চরম অন্যায় করা হয়েছে, বিজেপি আরএসএস দেশটিকে ধ্বংস করার চেষ্টা করছে।
এবার বিজেপিকে পরাভূত করে কংগ্রেসের নেতৃত্বাধীন ইণ্ডিয়া জুটের সরকার হবে।
বুধবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে দলীয় পর্যালোচনা সভায় উপস্থিত হয়ে এভাবেই মন্তব্য করেন বরপেটার কংগ্রেস সাংসদ আব্দুল খালেক।
তিনি বলেন, বিজেপি সরকার ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে।
এবারের লোকসভা নির্বাচনে কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইণ্ডিয়া জুটের সরকার হবে, জাতি ধর্ম নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষ এবার বিজেপিকে পরাভূত করবে।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে তিনি বরাক সফরে এসে দলীয় কর্মীদের সঙ্গে পর্যালোচনা সভায় মিলিত হয়ে এভাবেই বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেন বরপেটার কংগ্রেস সাংসদ আব্দুল খালেক।
হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহসভাপতি সামসুদ্দিন বড়লস্করের পৌরহিত্যে আয়োজিত পর্যালোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের মহিলা নেত্রী রুমিনা বেগম, করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস মনোনয়ন প্রত্যাশী আমিনুর রশীদ চৌধুরী, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর।
এছাড়াও বক্তব্য রাখেন মনোজ মোহন দেব, বাহারুল ইসলাম বড়ভূইয়া, সারিম সদিওল, আব্বাস উদ্দিন লস্কর, নজু উদ্দিন লস্কর, প্রীতম দাস, যুব কংগ্রেস সভাপতি শহিদুল ইসলাম বড়ভূইয়া, এনএসইউআইর সভাপতি আব্দুল আহাদ বড়ভূইয়া প্রমুখ।