মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি, ১২ জানুয়ারি : হাইলাকান্দি উন্নয়ন খন্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি হিফজুর রাহমান চৌধুরীর উদ্যোগে চান্দপুর-উজানকূপা জিপির বেসিক চৌরঙ্গীতে পিএমএওয়াই, অরুনোদয় সহ পঞ্চায়েত রাজের বিভিন্ন প্রকল্পের নিয়ে গণসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যায় এলাকার বিশিষ্ট সমাজসেবী আসাব উদ্দিন চৌধুরীর পৌরহিত্যে আয়োজিত সভায় আঞ্চলিক পঞ্চায়েতের ব্লক সভাপতি হিফজুর রহমান চৌধুরীর (রৌজ) পক্ষ থেকে প্রথমে আমন্ত্রিত অতিথিদেরকে গামছা দিয়ে বরণ করা হয়।
পরে সভার উদ্দেশ্য ব্যাখা করেন সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের (আমসু) হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম লস্কর।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্যে রাখতে গিয়ে হাইলাকান্দি উন্নয়ন খন্ডের এম আইএস ম্যানেজার আব্দুল মান্নান হাজারী প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় কারচুপি করার কারো কোন ক্ষমতা নেই বলে জানান।
যাদের নাম তালিকায় রয়েছে ক্রমান্বয়ে সবাই এই সুবিধা লাভ করবেন।
তাই এনিয়ে চিন্তা ভাবনা করার কোন প্রয়োজন নেই। সভায় চান্দপুর-উজানকূপা জিপির জিআরএস ইকবাল হোসেন বড়ভূইয়া বলেন, উৎকোচ কেউ দিবেন না এবং কেউ নিবেনও না।
সভায় বক্তব্য রাখেন হাইলাকান্দি উন্নয়ন ব্লকের সহকারী বিডিও নিত্যগোপাল বণিক, তিনি সবাইকে সরকারি সুবিধা পেতে উৎকোচ না দেওয়ার আহ্বান জানান।
তাছাড়া এদিনের সভায় পঞ্চায়েত রাজের অধীনে থাকা সরকারি বিভিন্ন প্রকল্পের বিষয়ে তথ্য সহ বিস্তারিত তুলে ধরে দীর্ঘক্ষণ আলোচনা করেন হাইলাকান্দি উন্নয়ন ব্লকের আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি হিফজুর রহমান চৌধুরী (রৌজ)।
বিশেষ করে সরকারি বিভিন্ন সুবিধা লাভ করতে যাহাতে গ্ৰামের সহজ সরল জনসাধারণ কোন ধরনের দালাল চক্রের খপ্পরে না পড়েন এ বিষয়ে তিনি গুরুত্ব আরূপ করে বক্তব্য রাখেন।
গ্ৰামোন্নয়নের সঠিক চিন্তাধারায় অসমের মূখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্বশর্মার ভূয়সী প্রসংশা করেন হিফজুর। এদিনের সচেতনতা সভায় হাইলাকান্দি উন্নয়ন খন্ডের অধীনস্থ চান্দপুর-উজানকূপা, কাঞ্চনপুর, বোয়লিপার, ভাটিরকুপা, রাঙ্গাউটি, নারাইপুর-তোপখানা, সিরিশপুর ও নিতাইনগর সহ বিভিন্ন জিপির জনগণ উপস্থিত ছিলেন।