কাটলীছড়া নজরুল ভবনে খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মিলনীর ৬২তম শিক্ষক দিবস উদযাপন

Spread the love

সিপ্রীয়ান ডায়াস : কাটলীছড়া খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মিলনী বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে ৬২তম শিক্ষক দিবস কাটলীছড়া নজরুল ভবনের উদযাপন করেছে।

কার্যসূচী অনুযায়ী ড০ সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতি নিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সহযোগে বিশাল বর্ণাঢ্য শুভযাত্রা বের করা হয়।

পরে নজরুল ভবনের স্থায়ি মঞ্চে কাটলীছড়া শিক্ষা খণ্ডের প্রাক্তন শিক্ষাধিকারিক শৈলেন রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

এর আগে নিমন্ত্রীত অতিথি শিক্ষক হরকান্ত নাথ, কাটলীছড়া শিক্ষা খণ্ডের আধিকারিক নজমুল হোসেন লস্কর, লালা শিক্ষা খণ্ডের শিক্ষাধিকারিক পার্থ প্রতীম চক্রবর্তী, কাটলীছড়া এস কে রায় কলেজের প্রাক্তন অধ্যক্ষ দীপক কান্তি আইচ, অধ্যাপক ড০ দেবজীৎ দে প্রমুখকে মঞ্চে আহ্বান করা হয়।

এদিন উদ্বোধনী সঙ্গীতের মাধমে ড০ সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

উদ্বোধনী সঙ্গীতে পরিবেশন করেন সঙ্গীত শিল্পী সুনন্দা নাথ, স্বর্ণালী নাথ, ইমন নাথ, ইন্দ্রাণী নাথ এবং তাদেরকে তবলায় সহযোগিতা করেন ত্রিণয়নী প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার শিক্ষক হারাণ নাথ।

পরে শিক্ষক সম্মিলনীর পক্ষ থেকে সম্মানিত অতিথিদেরকে উত্তরীয় দিয়ে বরণ করা হয়।

কাটলীছড়া খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সম্পাদক বাবুল গুণ সভার উদ্দ্যেশ্য ব্যাখা করেন এবং এক এক করে সম্মানিত অতিথিরা শিক্ষক দিবসের উপর সারগর্ভ বক্তব্য তুলে ধরেন।

কাটলীছড়া খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মিলনীর পক্ষে কাটলীছড়া শিক্ষা খণ্ডের কেন্দ্র সমিতি ১৮জন কৃতি শিক্ষক-শিক্ষিকাকে মানপত্র এবং উপহার দিয়ে সম্মান জানায়।

পরে সূচী অনুযায়ী শিশু শিল্পী রিমশা দে, নিকিতা পাল ২টি সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করেন।

কাটলীছড়া খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি অনুষ্টানে অংশগ্রহণ কারি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সভাপতি বক্তব্যের মাধ্যমে অনুষ্টানের সমাপ্ত ঘোষণা করেন। পুরো অনুষ্টান সঞ্চালনা করেন শিক্ষক রুপায়ন দেব এবং জ্যোর্তিময় নাথ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token