ব্যুরো রিপোর্ট : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার জনসভায় অংশ নিতে দূরদূরান্ত থেকে শিলচরে এসে প্রচণ্ড গরমে চরম দূর্ভোগ ও অসুস্থ হয়ে পড়লেন অসংখ্য মহিলাকে।
সভা আয়োজকদের চরম খামখেয়ালিপনায় পুরুষ ও মহিলাদের জন্য পৃথক রাস্তার ব্যবস্থা ও মেইন সড়কে যান চলাচল বন্ধ না করায় রোদের মধ্যে লাইনে দাড়িয়ে থাকতে হয় গ্রাম থেকে আসা লোকদের।
এতে একাংশ মহিলা ও বাচ্চাদের অজ্ঞান হয়ে পড়েন। সভা শেষে এম্বুল্যান্স এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।
তাছাড়াও বেরোনের পথেও ছিল চরম অব্যবস্থা, যার ফলে মহিলা এবং বাচ্চাদের জঠিল সমস্যায় পড়তে হয়।
এধরণের বড়মাপের আসর, সমাবেশে অন্যান্য ব্যবস্থার পাশাপাশি আয়োজকরা জনগণের সুরক্ষার কথা মাথায় রাখলে হয়ত জন জমায়েত আরো বৃদ্ধি হত।