বাদ্রিঘাট সেতু উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, ডিমান্ড কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

Spread the love

হিবজুর রাহমান বড়ভূইয়া : শিলচর বাদ্রিঘাট সেতু উদ্বোধন করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।  

বিভিন্ন কার্যসুচি নিয়ে বৃহস্পতিবার শিলচর আসলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

বৃহস্পতিবার সকালে কুম্ভিরগ্রাম বিমানবন্দর থেকে শিলচরে এসে সংবর্ধনা জোয়ারে বাসলেন আসামের মুখ্যমন্ত্রী।

এদিন প্রথমেই নব নির্মিত বহু প্রতীক্ষিত বাদ্রী সেতু উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

এরপর তিনি সোনাই ডুগরিপার সেতু এবং অন্নপূর্ণা ঘাটের সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করে কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে নবনির্মিত লাচিত বরফুখনের অবক্ষয় মূর্তি উন্মোচন করার কথা রয়েছে।

তাছাড়া ঘুংগুর ভেটেরিনারি এলাকায় প্রস্তাবিত ইন্টিগ্রেটেড জেলাশাসক কার্যালয়ের শিলান্যাস করে শিলকুড়িতে কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন।

তারপর মুখ্যমন্ত্রী শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জলজীবন সম্মেলনে অংশগ্রহণ করবেন।

মুখ্যমন্ত্রীর সাথে রয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য, প্রাক্তন বিধায়ক আমিনুল হুক লস্কর, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই, বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ সরকারি আধিকারিকরা।

এদিন বাদ্রিঘাট সেতু ডিমান্ড কমিটির কর্মকর্তারা বহু অপেক্ষার পর বাদ্রি সেতু পেয়ে তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর এবং বর্তমান এআইইউডিএফ বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া (সাজু)।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token