জুলি দাস, করিমগঞ্জ : ডেভেলপমেন্ট অথরিটির আওতায় প্রধানমন্ত্রী আবাস যোজনা (আরবান)-র ঘর দেওয়ার নাম করে দেদার অর্থ সংগ্রহ করা হচ্ছে সুপ্রাকান্দি জিপিতে।
অথচ ওই এলাকাটি ডেভেলপমেন্ট অথরিটির অধিনে নয়। কিন্তু ডেভেলপমেন্ট অথরিটির সিলমোহর দিয়ে ফর্ম বিতরণ করে ৩ হাজার টাকা থেকে অধিক পরিমাণে অর্থ সংগ্রহ করা হচ্ছে।
এই অবৈধ অর্থ আদায়ে সরাসরি নাম জড়িয়ে পড়েছে বিজেপির এসসি মোর্চার প্রদেশ কমিটির সভাপতি বিকুল রায়ের।
তার নেতৃত্বে এই অর্থ সংগ্রহ করার অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে কিছুদিন আগে একটি গোপন ভিডিও ফাঁস করেছে গণ আওয়াজ।
এবার অর্থ সংগ্রহে নাম জড়িয়েছে এলাকার বিজেপির বুথ সভাপতি ফনিভূষণ রায়ের। তবে ভয়ে অনেকেই নাম গোপন রাখার শর্তে অর্থ দেওয়ার কথা স্বীকার করেছেন।
কিন্তু কেউ কেউ প্রকাশ্যেও অভিযোগ করছেন।
বিজেপি নেতা-কর্মীদের এই অর্থ আদায়ের বিভিন্ন তথ্য মজুদ রয়েছে আমাদের হাতে।
অন্যদিকে, বিজেপি বুথ সভাপতি ঘর দেওয়ার নামে অর্থ আদায়ের ঘটনায় সরব হয়েছেন জিপির প্রাক্তন সভাপতি ভোপাল রায়।
দুর্নীতি মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা দখল করা বিজেপি নেতা-কর্মীদের এভাবে সরাসরি দুর্নীতিতে জড়িয়ে পড়ায় বিপাকে পড়েছেন সমর্থকরা।