ফের যোগাযোগ বিচ্ছিন্ন বরাক
নিউজ ডেক্স, গণআওয়াজ : শিলচর বিলপার মন্দির দীঘির জল দেওয়াল ভেঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়।
এদিন সকাল প্রায় সাড়ে আটটার দিকে দেওয়াল ভেঙ্গে হুঁ হুঁ করে জল লোকালয়ে ছড়িয়ে পড়ে।
এলাকার সড়কগোলও মুহূর্তে গ্রাস করে জলে।
ভারী বৃষ্টি অব্যাহত থাকলে গোটা এলাকার সুরক্ষা নিয়ে সংশয়ে এলাকার লোকজন।
এদিকে ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডবে বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশের বিভিন্ন অংশের সঙ্গে বরাকের যোগাযোগ ব্যবস্থা।
তবে বিলম্ব সত্ত্বেও সরকারি এবং বেসরকারী স্কুলগুলো সাময়িক বন্ধ ঘোষনা করেছে জেলা প্রশাসন।
তাছাড়া রেমালের দূর্যোগ মোকাবেলায় করতে বিহিত পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন।
উল্লেখ্য যে আবহাওয়ার পূর্বাবাস অনুসারে ২৯ মে পর্যন্ত রেমালের তাণ্ডব সক্রিয় থাকবে।