অসীম রায়, লক্ষীপুর : লক্ষীপুরশহরে থাকা ব্লক হাসপাতালকে একশত শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নত করার দাবি দীর্ঘ দিনের।
লক্ষ্মীপুরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পূর্বে পৃথক পৃথক ভাবে সরকারের কাছে এই দাবি জানি এসেছে।
তাদের দাবির ভিত্তিতে লক্ষীপুর সরকারি হাসপাতালকে একশত শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মানের জন্য সরকার অর্থ মঞ্জুরও করেছে।
এরপর বিল্ডিং নির্মাণের জন্য হাসপাতাল চত্বরে সয়েল টেষ্ট ও করা হয়েছে।
কিন্তু এখন শুনা যাচ্ছে লক্ষীপুরর বর্তমান হাসপাতালের জমিতে একশত শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান না করে অন্যত্র নির্মাণ করা হবে।
তার প্রতিবাদে বুধবার ইউনাইটেড ক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের কর্মকর্তারা গণআওয়াজকে জানিয়েছেন লক্ষীপুর হাসপাতালে জমি রয়েছে সাড়ে সাত বিঘা।
এখানে একশত শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের জন্য যদি আরো আড়াই তিন বিঘা জমির প্রয়োজন হয় তবে ইউনাইটেড ক্লাব সংগ্রহ করে দেবে জানিয়েছেন কর্মকর্তারা।
এরপরও যদি একশত শয্যা বিশিষ্ট হাসপাতাল লক্ষীপুর শহরে থাকা এলাকায় নির্মাণ না করা হয় তবে তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন।
ইউনাইটেড ক্লাবের সভাপতি কান্ত সিংহ, সম্পাদক এর নন্দ মোহন সিংহ, তরুন কুমার সিংহ, আই বিনোদ কুমার, নিরঞ্জন সিংহ, কিশোর সিংহ , সুনিতা কন্ঠাজাম সহ অন্যান্যরা একথা জানিয়েছেন।