হিবজুর রাহমান বড়ভূইয়া : শিলচর এনআইটিতে কোচ বোক্কর নামের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের এক ছাত্রের আত্মহত্যার ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
হোস্টেলের রুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে এনআইটিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা গেছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ওই ছাত্রের প্রথম বর্ষের কয়েকটি সাবজেক্টে ব্যাকলক ছিল।
তাই এনআইটি কর্তৃপক্ষ ওই ছাত্রকে তৃতীয় বর্ষের রেজিস্ট্রেশন করতে দেননি।
ছাত্র ছাত্রীরা জানিয়েছেন, শুক্রবার এনআইটির একাডেমিক ডিন বিনয় কৃষ্ণ রায়ের সাথে দেখা করে ওই পড়ুয়া তৃতীয় বর্ষের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিল।
কিন্তু ডিন ওই ছাত্রের আবেদন গ্রহণ করেননি বলে অভিযোগ।
যার কারণে ওই ছাত্র মানসিকভাবে ভেঙ্গে পড়ে হোস্টেলের আত্মহত্যা করে।
উত্তেজিত ছাত্র-ছাত্রীরা এনআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তাদের কারণেই আত্মহত্যা করেছে কোচ বোক্কর।
পুলিশ এই ঘটনার খবর পেয়ে উপস্থিত হয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়েছে।