সুপ্রিয় পাল, দুল্লভছড়া : প্রতি বছরের মত এবারও সোমবার দুল্লভছড়ায় এপিডিসিএল-এর জম জমাট বিশ্বকর্মা পূজা পালিত হয়েছে।
তবে দুল্লভছড়ার অন্যান্য বেসরকারী প্রতিষ্ঠান গুলিতেও যথাযোগ্য মর্যাদায় পূজা বিশ্বকর্মা সম্পন্ন হয়েছে।
এর মধ্যে অনেকেই স্থানীয় শিল্পীদের নির্মান মূর্তি দিয়ে পূজা করেছে।
কিন্তু এপিডিসিএল-এর মূর্তি ফাকূয়া গ্ৰাম থেকে ট্রেনে করে দুল্লভছড়ায় নিয়ে আসা হয়, স্টেশন থেকে ঢাক-ডোল বাজিয়ে পূজা স্থানে নিয়ে যাওয়া হয়।

বিশেষ করে পূজা উপলক্ষে বাজারে ফলমূলের দাম চড়া হওয়া সত্ত্বেও ক্রেতাদের ভিড় ছিল দৃষ্টি আকর্ষণ করার মত।
এদিকে এপিডিসিএল-এর পূজা কমিটির সভাপতি তথা এসডিও রত্নদ্বীপ দাস বলেন সব সময় তাদেরকে বৈদ্যুতিক যন্ত্রাধী নিয়ে কাজ করতে হচ্ছে।
তাই ঠাকুরের আশীর্বাদ নিয়ে প্রতিষ্টা কাল থেকেই কর্মীরা প্রতি বছর এক মনে ঠাকুরের আরাধনা করেন। কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রত্নদ্বীপ দাস, জেই মনোদ্বীপ বর্মন, সম্পাদক এস এম আর শুভঙ্কর দে, কোষাধক্ষ্য রাজু তেরেং, জেই মইনুল ইসলামসহ অন্যান্যরা।