ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ : দূর্গা পুজোয় ৩০০ টাকার ট্রেজারি চালানে ট্যাক্স দিতে হবে, আর তা কোন ভাবেই মানছে না গৈরিক ভারত।
সোমবার গৈরিক ভারতের শিলচরের কার্যালয়ে সভাপতি মণি ভূষণ চৌধুরী, সংগঠন সম্পাদক প্রশান্ত সহ আশীষ চক্রবর্তী, সুরজ নাথ, দিপজয় চক্রবর্তীরা স্পষ্ট ভাষায় জানান।
তারা এ ব্যাপারে অসম সরকারের ফরমান কোন ভাবে মানতে নারাজ।
তবে প্রত্যেকটি পূজা কমিটিকে অনলাইন রেজিস্ট্রেশন করতে বলেছে, অসম সরকারের এই কাজকে অত্যন্ত ভালো কাজ বলেছে গৈরিক ভারত।
কারণ পুজোর সময় সরকার প্রদত্ত বিভিন্ন গাইডলাইন বিভিন্ন বিষয়ে কাজে লাগবে, আর অনলাইনে রেজিস্ট্রেশন হলে সময় বাঁচবে।
কিন্তু এর সাথে ট্রেজারি চালান হিসেবে ৩০০ টাকা সরকারী ট্যাক্স তা হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি চরম অন্যায়।
গৈরিক ভারতের কর্মকর্তারা বলেন, পশ্চিমবঙ্গের সরকার দুর্গাপূজার সময় বিভিন্ন পূজা কমিটিকে আর্থিকভাবে সহায়তা করে।
কিন্তু আসামে হিমন্ত বিশ্ব শর্মা সরকার পূজার সময় হিন্দু ধর্মাবলম্বীদের কাছ থেকে ৩০০ টাকা ট্যাক্স আদায়ের ফরমান জারী করেছে।
সরকারকে এই ফরমান অতিসত্বর প্রত্যাহারের দাবী জানিয়েছে গৈরিক ভারত। অন্যতায় রাজ্য জুড়ে তীব্র গণ আন্দোলন শুরু হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন গৈরিক ভারতের কর্মকর্তারা।