হাইলাকান্দি ১৮ সেপ্টেম্বর : রাজ্য সরকারের ট্রেজারির কাজকর্ম অনলাইনে নিয়ে আসতে ডিডিওদেরকে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেটের আওতায় আনাতে প্রশিক্ষণ এবং রেজিস্ট্রেশন হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা আয়ুক্ত নিসর্গ হিভারের উপস্থিতিতে সভায় জেলার ডিডিওরা অংশ নেন।
এই প্রশিক্ষণ এবং রেজিস্ট্রেশন শিবির পরিচালনা করে রাজ্য সরকারের অর্থ বিভাগের প্রবীণ আধিকারিক তথা হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য অ্যাকাউন্টস অফিসার বিশ্বজিৎ পাল জানান চলতি সেপ্টেম্বর মাসের কর্মচারীদের সেলারি বিল ডিএসসির মাধ্যমে অনলাইনে জমা করতে হবে।
এতে ট্রেজারিতে জমা দেবার কোন হার্ডকপি থাকবে না।
রাজ্য সরকারের নতুন পদ্ধতি ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় এতে ডিএসসির মাধ্যমে ডিডিওদেরকে একটি করে ডঙ্গল দেওয়া হবে।
এই ডংগলের মাধ্যমে বিল তৈরি করে সরাসরি ট্রেজারিতে অনলাইনে জমা দিতে হবে। এই ডঙ্গল পেতে ডিএসসির রেজিস্ট্রেশন করে ট্রেজারিতে হার্ডকপি জমা দিতে হবে।
ট্রেজারি তা রাজ্য সরকারের কাছে পাঠাবে। রাজ্য সরকার অনুমোদন দিলেই ডিডিও-র জন্য ডঙ্গল বরাদ্দ করা হবে।
তবে যাদের ইতিমধ্যে ক্লাস থ্রি ডঙ্গল আছে, তাদের জন্য নতুন করে ডিএসসির রেজিস্ট্রেশনের কোন প্রয়োজন নেই বলে ভারপ্রাপ্ত ট্রেজারি অফিসার বিশ্বজিৎ পাল স্পষ্ট করে দেন।
উল্লেখ্য ডিএসসির ডিডিওদের প্যান কার্ড, আধার কার্ড এবং আধারের সঙ্গে সংযুক্ত ফোন নম্বরের একটিভ মোবাইল ফোন থাকতে হয়।
এদিকে বরাক উপত্যকার এই ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে রাজ্য সরকারের ডেজিগন্যাটেড অফিসার বিশ্বজিৎ পাল বরাক উপত্যকার কাছাড় ও করিমগঞ্জ জেলার ডিডিওদেরকেও অনুরূপভাবে ডিএসসির রেজিস্ট্রেশন করতে আবেদন জানিয়েছেন।
অন্যথায় শারদোৎসবের মুখে রাজ্য সরকারের কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতনের পেমেন্ট পেতে অসুবিধার মুখে পড়তে পারেন বলে তিনি জানিয়েছেন।