দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবী
গণআওয়াজ, ধলাই : বৃহস্পতিবার রাত এক শিক্ষক পরিবারের উপর দফায় দফায় প্রাণঘাতি হামলা চালাল দুষ্কৃতি দল। ঘটনাটি ঘটেছে ধলাই দেবীপুরে।
অবসরপ্রাপ্ত শিক্ষক ননীগোপাল দাসের তিনটি দাঁত গুঁড়িয়ে দিয়েছে এই দুষ্কৃতি দল।
পুত্র বিক্রমজিত দাসের উপরও লোহার রড দিয়ে হামলা চালিয়ে আহত করেছে।
ছিনিয়ে নিয়েছে বিক্রমজিতের সোনার চেইন, মোবাইল ফোন।
দুষ্কৃতিরা হামলা চালায় ওই শিক্ষকের মহাদেবপুরের বাড়িতে।
এই ঘটনায় আজ চারজনকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা নতিভুক্ত করেছেন শিক্ষক ননীগোপালের পুত্র বিক্রমজিত।
অভিযুক্ত এই দুষ্কৃতকারীরা হল ধলাইর স্বপন পালের পুত্র টিপু পাল, দীপ পাল, পল পাল এবং গজালঘাটের টুকলন চৌধুরীর পুত্র তিলক চৌধুরী।
শিক্ষক পরিবারের উপর দুষ্কৃতিদের প্রনঘাতি হামলার নিন্দার ঝড় উঠেছে সব দিক থেকে।
একের পর এক দুষ্কৃতির ঘটনা সংগঠিত হওয়ায় প্রশ্ন উঠছে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের ধলাই কি দুষ্কৃতিদের কুড়ে ঘরে পরিণত হয়েছে?
কয়েক দিন আগে বিয়ে বাড়িতে দুষ্কৃতি হামলা, এরপর ষাট থেকে সত্তরটি গরু চুরির গঠনা, এবার শিক্ষক পরিবারের উপর প্রাণঘাতি হামলা! শিক্ষক পরিবারের উপর প্রাণঘাতি হামলার পর মহাদেবপুরের ভিডিপি সম্পাদক অসীম চক্রবর্তী, দেবীপুরের ভিডিপি নায়েক স্বপন দেব সহ এলাকার গ্রুপ সদস্যা দীপারানি বড়ভূইয়া দুষ্কৃতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছে।