ডিলিমিটেশন বাতিলের দাবিতে শিলচরে সিআরপিসিসির ধিক্কার সমাবেশ

Spread the love

হিবজুর রাহমান বড়ভূইয়া : ডিলিমিটেশনের নামে জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে বুধবার ধিক্কার সমাবেশ আয়োজিত করল সিআরপিসিসির আসাম পরিচালন সমিতি।

শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তীর সামনে আয়োজিত এদিনের ধিক্কার সমাবেশে সরকারের তীব্র সমালোচনা করেন সংস্থার কর্মকর্তারা।

সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, ধিক্কার সমাবেশই শেষ নয় আগামীতে তীব্র থেকে তীব্রতর আন্দোলন বরাকের বুকে গড়ে তুলা হবে।

ডিলিমিটেশন বাতিলের দাবিতে আন্দোলনকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়ার এদিন আহ্বান জানিয়েছেন তারা।

বর্তমান সরকারের অগনতান্ত্রীক বিভিন্ন নিতী ও স্মার্ট প্রিপেইড মিটার সহ অন্যান্য বিভিন্ন মনগড়া বিল জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া, পূজাপার্বনের নামে ফিস ধার্য করা জনগণ কোনভাবেই মেনে নিতে পারছেন না।

এদিনের ধিক্কার সমাবেশে বিভিন্ন ইস্যুতে সরকারকে ঠুকে, বরাক উপত্যকার বিভিন্ন গ্রামে গঞ্জে সভা-সমিতির মাধ্যমে সাধারণ জনগণকে সচেতন করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।

ডিলিমিটেশন বাতিল না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে এদিন কড়া ভাষায় জানিয়েছেন সিআরপিসিসির কর্মকর্তারা। এদিন সংগঠন প্রমুখ সাধন পুরকায়স্থ, কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভূইয়া, হায়দর হুসেন চৌধুরী, সঞ্জীব রাই, রফিক আহমেদ, দুলালী গাঙ্গুলী ও অজয় রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token