ভেটারবন্দ স্বাস্থ্যকেন্দ্রের জমি বেদখল, সরকার-প্রশাসনের হস্তক্ষেপ দাবি

Spread the love

দুল্লভছড়া, ২৫ নভেম্বর : করিমগঞ্জ জেলার রাতাবাড়ি সমষ্টির দুর্লভছড়ার ভেটারবন্দ স্বাস্থ্য কেন্দ্রের জমি অনেকদিন থেকে বেদখল হয়ে আছেl এ নিয়ে এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে l

গত ২৪ নভেম্বর রাজ্যের মূখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মা, রাতাবারীর বিধায়ক বিজয় মালাকার ও জেলাশাসক মৃদুল কুমার যাদবের কাছে পৃথক পৃথক স্মারকপত্র প্রেরণ করেন ভেটারবন্দ জিপির জনগণ।

স্মারকপত্রে স্বাক্ষর করেন এপি সদস্য শ্যামল মালাকার, ভেটারবন্দ জিপির উপ-সভাপতি বাবলা দত্ত ও ভেটারবন্দ জিপির সদস্য রিঙ্কু দে ও প্রদীপ বৈষ্ণবl

এছাড়াও স্বাক্ষর করেন শ্যামল কান্তি দে, বেচন শীল, প্রানতোষ দে, জয়ন্ত দে, স্বপন দেব ও রূপম দে।

তারা এদিন দুল্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চ তথা জিডিপিসিএফ’-র সভাপতি অংশুমান পালের সঙ্গে দেখা করেন এবং তার হাতে স্মারকপত্রটি তুলে দেন।

শ্রী পাল সংশ্লিষ্ট সবার কাছে স্মারকপত্রটি ইমেইল এবং ট্যুইটার যুগে প্রেরণ করেন l

ভেটারবন্দবাসীর আশায় সরকার এবং প্রশাসন এব্যাপারে অনতিবিলম্বে বিহিত ব্যাবস্থা নেবেl এক পেস বার্তায় ‘বৃহত্তর দুল্লভছরা প্রগতিশীল নাগরিক মঞ্চ তথা জিডিপিসিএফ’-এর সভাপতি অংশুমান পাল এই খবর জানিয়েছেন।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token