ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ : গ্রামোন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্ধ আসলেও জিপি সভাপতির স্বামী ইসলাম উদ্দিনের বৈমাতৃক মনোভাবের কারণে বাগান অঞ্চলে কোন কাজ হচ্ছেনা।
এই অভিযোগ মনিপুর জিপির তারাপুর বাগানের বাসিন্দাদের।
তারা ফোরটিন ফাইনান্স এবং ফিফটিন ফাইনান্স সহ জিপির উন্নয়নে বরাদ্দ টাকার হিসাব জনসমক্ষে প্রকাশ করতে উচ্চ পর্যায়ের তদন্ত দাবী করেছেন।
স্থানীয় দুর্গামণ্ডপে বাগান পঞ্চায়েত, ওয়ার্ড সদস্যরা সহ এলাকার লোকজন গণআওয়াজ-এর কাছে তাদের বঞ্চনার কথা তুলে ধরে জিপি সভাপতির ভুমিকায় ক্ষোভ প্রকাশ করেন।
তারা প্রশ্ন তুলে বলেন, জিপি সভাপতির গ্রামে উন্নয়ন হলেও বাগান এলাকা বঞ্চিত কেন?
এছাড়াও ক্ষুব্ধ জনগণ ফোরটিন ফাইনান্স সহ বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে উচ্চ পর্যায়ের তদন্ত দাবী করেন।
এদিকে জিপি সভাপতির সঙ্গে যোগাযোগ করতে তাঁর অফিসে গেলে, তাকে পাওয়া যায়নি। পরে অফিস থেকে ফোন নম্বর নিয়ে তাঁর প্রতিনিধি স্বামী ইসলাম উদ্দিনের যোগাযোগ করলে জানান তিনি শিলচরে রয়েছেন, তাই আর যোগাযোগ সম্ভব হয়নি।