গণিত শিক্ষকের অপকর্ম ফাঁস করার অপরাধে ছাত্রীকে বহিষ্কার : অপমানে আত্মহত্যা

Spread the love

বরপেটা, ১২ সেপ্টেম্বর, সোমবার : গণিত শিক্ষকের অপকর্ম ফাঁস করার অপরাধে নুরভানু নামের বছর ১৯ শের এক ছাত্রীকে বাধ্য করা হল আত্মহত্যার করতে।

ঘটনাটি আসামের বরপেটা জেলার। কলগাছিয়ার সাওড়াছড়ার একটি বেসরকারি স্কুল লুসেন্ট একাডেমির।

ওই ছাত্রীর অপরাধ হল বিদ্যালয়ে গনিত শিক্ষক চান্দ মিয়াকে অন্য এক ছাত্রীর সঙ্গে অপকর্মে লিপ্ত থাকার দৃশ্য দেখে পেলে এবং বিষয়টি প্রধান শিক্ষকে জানায়।

কিন্তু প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালন কমিটি ঘটনার তদন্ত করা বা অপকর্ম করা গণিত শিক্ষক চান্দ মিয়ার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে প্রধান শিক্ষকের অভিযোগ করার অপরাধে পরিচালন কমিটি নুরভানুকেই বহিষ্কার করেন।

লুসেন্ট একাডেমির প্রধান শিক্ষক ফয়জুর রহমান, গণিত শিক্ষক চান্দ মিয়া এবং পরিচালন কমিটির এহেন সিদ্ধান্তে মানসিকভাবে আগাত পায় নুরভানু। শেষ পর্যন্ত বিষপান করেই আত্মহত্যা করে।

অচৈতন্য অবস্থায় পরিবারের লোকজন নুরভানুকে স্থানীয় হাস্পাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এলাকার সাধারণ মানুষের প্রশ্ন বিদ্যালয়ের গণিত শিক্ষক চান্দ মিয়ার অপকর্ম দেখে প্রধান শিক্ষকের কাছে জানানোটাই কি নুরভানুর অপরাধ ছিল? যে অপরাধের শাস্তি মৃত্যু! এখন পরিবারের লোকজনও নুভানুর মত তার ন্যায় দাবি করছেন। সঙ্গে ঘটনার উপযুক্ত তদন্তর দাবিতে পুলিসের দারস্থ হয়েছেন।            

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token