লক্ষীপুর প্রতিনিধি, গণআওয়াজ : ৭ কোটি টাকার স্কুল ভবন নির্মানের ভূমি পূজন করলেন মন্ত্রী কৌশিক রাই।
মঙ্গলবার লক্ষীপুর আর্ল হায়ার সেকেন্ডেরী স্কুলের এই নতুন ভবন নির্মাণের ভূমিপূজন সহ শিলান্যাস করেন তিনি।
পরে স্কুল পরিচালন সমিতির সভাপতি কল্যাণ চক্রবর্তীর পৌরহিত্য অনুষ্ঠিত সভায় তিনি বলেন, মন্ত্রী হিসাবে নিজের সমিষ্টিতে এই প্রথম একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের শিলান্যাস করেছি।
উক্ত ভবন নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী সাত কোটি টাকা মঞ্জুর করেছেন। এক বছরের মধ্যেই এই ভবনের কাজ সমাপ্ত করতে ঠিকাদারকে বলেন তিনি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষীপুর পৌরসভার চেয়ারম্যান মৃনাল কান্তি দাস, লক্ষীপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কল্যাণ চন্দ্র দে, পয়লাপুল নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিত চক্রবর্তী সহ অন্যান্যরা