জুলি দাস
করিমগঞ্জ, ২৩ সেপ্টেম্বর : পানিঘাট থেকে চুরি হওয়া অটো অবশেষে উদ্ধার হয়েছে।
লামাজুয়ার এলাকা থেকে জনগণ এবং ভিডিপি সদস্যদের তৎপরতায় অটো সহ এক যুবককে আটক করা হয়।
সেখানে জনগণ আটক যুবককে কিছুটা উত্তম মাধ্যম দেন, পরে গিরিশগঞ্জ ফাঁড়ির পুলিশের কাছে অটো সহ যুবককে সমঝে দেওয়া হয়।
বর্তমানে অটোটি সদর থানার পুলিশ হেফাজতে রয়েছে। ধৃত যুবককে শুক্রবার কারাগারে প্রেরণ করা হয় বলে জানান গিরিশগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
জানা গেছে, গত সোমবার রাতে পানিঘাটে বাড়ির সামনে নিজের অটো (নম্বর-এএস১০ এসি ৫৮০০) রেখে ঘরে যান মোহাম্মদ আজমল হোসেন।
তখন বৃষ্টি এসে যাওয়ায় কিছুক্ষণ ঘরে ছিলেন তিনি, পরে অটোটি গ্যারেজে ঢোকানোর জন্য বের হলে দেখতে পান অটো নেই।
আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও অটোর সন্ধান মিলেনি।
মঙ্গলবার চুরির কথা উল্লেখ করে গিরিশগঞ্জ ওয়াচ পোস্টে একটি এজাহার দায়ের করেন অটোর মালিক আজমল।
জানা গেছে, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন আজমল, সেখান থেকে পানিঘাটের বাড়িতে ফিরে একটি অটো ক্রয় করেন।
নিজেই সেই অটো চালিয়ে ব্যবসা করেন।
এদিকে, এজাহার দায়ের করার পর পুলিশ বিভিন্ন দিকে সোর্সকে কাজে লাগায়। ভিডিপি সদস্যদের চুরি হওয়া অটোকে উদ্ধার করতে চাপ দেওয়া হয়।
বৃহস্পতিবার লামাজুয়ার এলাকায় অটোটি দেখতে পান জনগণ। অটোর সামনের এবং পিছনের নাম্বার প্লেট খোলা ছিল।
তবে পাশে অটোর নম্বর যথারীতি ছিল, সঙ্গে সঙ্গে অটো থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় চালকের আসনে থাকা যুবককে।
অভিযুক্ত যুবককে উত্তম-মধ্যম দেওয়া হয় বলে জানা গেছে। পরে খবর দেওয়া হয় গিরিশগঞ্জ পুলিশ ফাঁড়িতে।
পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ধৃতকে জিজ্ঞাসাবাদ চালালে অটো চুরির কথা স্বীকার করে অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম তাহের আহমেদ, বাবার নাম জাকির হোসেন, বাড়ি পানিঘাট এলাকায়।
তাকে গ্রেফতার করা হয়। চুরির অটো উদ্ধারে স্থানীয় ভিডিপির সদস্যরা সহযোগিতা করায় পুলিশ সুপার পার্থপ্রতিম দাস তাদের পুরস্কৃত করবেন বলে জানা গেছে।