ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ : গ্রামে নেই কোন উন্নয়ন, সেটে দেওয়া হল মডেল ভিলেজের তকমা! ক্ষুব্ধ জনতা
মডেল ভিলেজের তকমা আমরা চাই না, চাই রাস্তাঘাটের উন্নয়ন।
চাই বিশুদ্ধ পানীয় জল, ল্যাট্রিন, বিদ্যুৎ, প্রধানমন্ত্রী আবাসের ঘর।
দশ লক্ষ টাকায় নির্মাণ করা মডেল ভিলেজের গেইট তুলে নিয়ে যাক সরকার।
এই দাবী সোনাই বিধান সভার বাদ্রিপার জিপির গঙ্গাপুর মডেল ভিলেজের মানুষের।
তাদের প্রশ্ন কিসের উপর ভিত্তি করে গঙ্গাপুর গ্রামকে মডেল ভিলেজের স্বীকৃতি দেওয়া হল?
যে গ্রামে রাস্তাঘাট নেই, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্তা নেই, বিদ্যুৎ নেই, শিক্ষা প্রতিষ্ঠান নেই, ল্যাট্রিন নেই।
যে গ্রামের মানুষ দরিদ্র থেকে দরিদ্র শ্রেণীর নিচে বসবাস করছে, মানুষের মাথা গুজার জন্য একটি প্রধানমন্ত্রী আবাসের ঘরও ভাগ্যে জটছেনা সেই গ্রাম কি করে মডেল ভিলেজ (আদর্শ গ্রাম) হতে পারে?
গ্রামের মানুষ অবিলম্বে মডেল ভিলেজ (আদর্শ গ্রাম)-এর তকমা থেকে মুক্তি দিতে এই গেইট প্রত্যাহার করে নিতে দাবী জানিয়েছেন। আর না হলে একটি মডেল ভিলেজের যে সমস্ত নির্ণায়ক অবিলম্বে পূরণ করতে হবে জানান গ্রামের মানুষ।