সুপ্রিয় পাল, দুল্লভছড়া : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের অঙ্গ হিসাবে দুল্লভছড়ার দামছড়া বাগান নাচঘরে বিজেপি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে।
এদিন ভারত মাতা, দীনদয়াল উপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলন, পুষ্পার্ঘ্য ও মাল্যদান করা হয়।
করিমগঞ্জের বিভিন্ন বিভাগের ডাক্তার এবং এএনএম কর্মীরা ৩১০ জন রোগীকে চিকিৎসা করে বিনামূল্যে ঔষধ দেন।
সরকারের এই পদক্ষেপের জন্য স্থানীয় জনগণ প্রসংশা করেন এবং চিকিৎসক নার্সদের কৃতজ্ঞতা জানান।
শিবিরে ডাক্তার এবং নার্সরা সহ ছিলেন ডাঃ বিপ্রজিত ধনওয়ারী মালাকার, ডাঃ মিল্টন চক্রবর্তী, এএনএম দুলপি মালাকার, চুমকি দত্ত, রাজু সিনহা, অভিজিৎ পাল, সুজাতা চন্দ, প্রীতম দে, মুরশেদ আলম ও অন্যান্যরা।
বিজেপি কর্মীদের মধ্যে ছিলেন সত্যনারায়ণ চালিয়া, সুরেন্দ্র যাদব, সঞ্জয় কুমার গোয়ালা, লালচান্দ রায়, দেব কুমার কুর্মী, নুরোত্তম সিনহা, সুভাষচন্দ্র কোহার, টিংকু মালা, রাজীব রায়, নিরাবতী গোয়ালা।