স্কুল চত্বরে বিটুমিন পুড়িচ্ছেন শাসক দলের প্রভাবশালী ঠিকাদার, পরিবেশ দূষণের অভিযোগ

Spread the love

ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ, সাব্রুম : শাসক দলের প্রভাবশালী ঠিকাদার প্রতাপখাঁটি স্কুলের জায়গা জব্বর দখল করে বিটুমিন পুড়িয়ে এলাকার পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে।

স্কুলের কচিকাঁচা ছাত্র-ছাত্রীদের শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে।

এমনই এক ঘটনার জলজ্যান্ত চিত্র আমাদের সাংবাদিক ক্যামেরাবন্দী করেছেন।

এই ঘটনাটি ত্রিপুরা রাজ্যের সাব্রুম মহকুমা, রুপাইছড়ি আর.ডি.ব্লকের.অন্তর্গত বৈষ্ণবপুর এ.ডি.সি.ভিলেজ সংলগ্ন বৈষ্ণবপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের।

 আজ ন্যাশনাল লিগ্যাল সার্ভিসের উদ্যোগে পাঁচটি এ.ডি.সি.ভিলেজ নিয়ে অনুষ্ঠিত হয় এক লিগ্যাল সার্ভিস ক্যাম্প।

খবর সংগ্রহ করতে সরজমিনে গিয়ে এ প্রতিবেদক দেখতে পান স্কুলের খেলার মাঠের ছাত্রাবাস সংলগ্ন এলাকায় শাসক দলের বাহুবলী অভিজিৎ ত্রিপুরা নামে ঠিকেদার রাস্তার কাজের বিটুমিন পোড়াচ্ছেন।

 কালো ধোয়া এবং দুর্গন্ধ স্কুলের কচিকাঁচা ছাত্র-ছাত্রী থেকে শুরু করে ছাত্রাবাসের ছাত্ররাও দরজা জানালা বন্ধ করে থাকতে হচ্ছে।

শুধু তাই নয় ছাত্রাবাসের ছাত্ররা দুর্গন্ধ এবং কালো ধোয়ার জন্য খাওয়া-দাওয়া করতে পারছেন না।

ছাত্র-ছাত্রীদের অভিযোগ, তীব্র গরমে বিটুমিন পোড়ানো কালো ধোঁয়ার দুর্গন্ধের জন্য শ্বাস প্রশ্বাস নিতেও তাদের অনেক কষ্ট হচ্ছে।

ন্যাশনাল লিগ্যাল সার্ভিসের অতিথি এবং সাব্রুম মহকুমা শাসকের আধিকারিকেরা লিগ্যাল সার্ভিস ক্যাম্প এসে কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে তা দেখে হতবাক হয়ে পড়েন।

ক্যাম্পে এসে সাব্রুম মহকুমার আইনজীবী রতন নাথ ঠিকাদারের নাম উল্লেখ না করে বলেছেন,  এই কি চলছে?

এলাকার নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুধু তাই নয় সাব্রুম মহকুমা প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেছেন। স্কুলের মধ্যে যদি এভাবে পরিবেশ দূষণ হয় এতে ছাত্রছাত্রীরা শ্বাস-প্রশ্বাস নেওয়ার যেকোন রোগে অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token