হাইলাকান্দি : হাইলাকান্দি জেলার ১৯ টি চা-বাগানে আগামী ১০ অক্টোবরের মধ্যে বোনাস বন্টন শেষ করতে প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে বাগান কর্তৃপক্ষ এবং চা শ্রমিক ইউনিয়ন গুলির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রশাসন জানিয়ে দিয়েছে।
জেলা আয়ুক্ত নিসর্গ হিভারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় ডিডিসি অ্যালডার্ড ফারহীন ১০ অক্টোবরের পর বোনাস বন্টন করা হলে কোন প্রতিকুল অবস্থার সৃষ্টি হলে বাগান কর্তৃপক্ষ দায়ী থাকতে হবে জানিয়ে দিয়েছেন।
সভায় প্রশাসন থেকে ব্যাংক কর্তৃপক্ষকে কম মূল্যের টাকার নোট এর পর্যাপ্ত ব্যবস্থা করতে বলা হয়।
পুলিশ প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয় বোনাসের টাকা ব্যাংক থেকে নিয়ে যাবার সময় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে নিরাপত্তার বন্দোবস্ত করা হবে।
আবগারি বিভাগকে বোনাস বন্টনের পর থেকে দূর্গা পূজার প্রতিমা নিরঞ্জন পর্যন্ত ঘনঘন বেআইনি মদ উদ্ধার অভিযান জোরদার করতে বলা হয় সভায়। শ্রম বিভাগকে বোনাস প্রদানের গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।