করিমগঞ্জ প্রতিনিধি, গণআওয়াজ : এভাবেই দলীয় কর্মীদের আসস্ত করলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব ও তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক বদরুল ইসলাম বড়ভূইয়া।
আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল তৈরী করতে করিমগঞ্জে এক বিশেষ প্রস্তুতি সভায় যোগ দিয়ে দুই তৃনমূল নেতা আজ এভাবেই দলীয় কর্মীদের আসস্ত করেন।
প্রাক্তন সাংসদ সুস্মিতা ও আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের সম্পাদক বদরুল বলেন, রাজ্যর চৌদ্দটি আসনের মধ্যে তৃণমূলের প্রদেশ নেতৃত্ব পাচঁটি আসনের দাবি জানিয়েছে।
বিশেষ করে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে করিমগঞ্জ আসনটি ছেড়ে দেবে বলে তারা পুর্ন আশাবাদী।
তারা আরও বলেন, প্রয়োজনে পাচটি আসনের মধ্যে চারটি ছেড়ে দিতে পারে তৃণমূল, কিন্তু করিমগঞ্জ আসনটি শেষ রক্ত বিন্দু থাকতে কেউ ছিনিয়ে নিতে পারবেনা।
সভায় সুস্মিতা বিজেপি সরকারের সমালোচনা করার পাশাপাশি জেলার সাতটি ব্লকের কর্মীদের উপস্থিতিতে একটি পূর্নাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়েছে বলে জানান।
তাছাড়া বিভিন্ন ব্লকের কনভেনার কমিটিও গঠন করে দিয়েছেন সুস্মিতা এবং বদরুল। উপস্থিত অনান্যদের মধ্যে বক্তব্যে রাখেন পরিমল রায়, আব্দুল বাছিত, মৌলানা দিনার আহমেদ, মনছুর আহমেদ, দিনোনাত শুকলবদ্য, মৌলানা আব্দুস সত্তার, মৌলানা মেহবুব আহমেদ, জয়নুল আহমেদ প্রমুখ।