হাইলাকান্দি প্রতিনিধি : বাল্য বিবাহের নামে নিরীহ মানুষের উপর চলছে পুলিশের নির্যাতন! এই অভিযোগ হাইলাকান্দি রাইজর দলের।
দলের নেতা জহির উদ্দিন লস্কর অবিলম্বে বাল্য বিবাহের নামে নিরীহ মানুষের উপর নির্যাতন বন্ধ করার দাবী জানিয়েছেন।
বাল্য বিবাহের বিরুদ্ধে সরকারের খড়গহস্থ পদক্ষেপের প্রশংশা করে জহির বলেন, পুলিশ বাল্য বিবাহের নামে নিরীহ মানুষের ওপর আক্রমণ চালাচ্ছে। যা সম্পূর্ণ অন্যায়।
অবৈধ স্বামীকে গ্ৰেফতার করতে গিয়ে পরিবারের প্রাপ্তবয়স্ক মুরব্বী মানুষকে পুলিশের গ্ৰেফতার করে আনা কতটুকু যুক্তিযুক্ত?
এমন প্রশ্ন তুলে বলেন পুলিশ ইচ্ছামত গ্ৰেফতার করা শুরু করেছে।
পুলিশের এহেন কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানান রাইজর দলের কেন্দ্রীয় সম্পাদক জহির।
রাইজর দলের এই নেতা অভিযোগ করেছেন, অনেক মানুষ জানে না তাকে কেন গ্ৰেফতার করা হয়েছে।
এসব অবিলম্বে বন্ধ করতে হাইলাকান্দির পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছেন।
তিনি বলেন বাল্য বিবাহের বিরুদ্ধে আমরাও রয়েছি, সমাজ থেকে এসব নির্মূল করতে আমারাও চাই।
তবে এভাবে পুলিশ লেলিয়ে নয়, স্থানে স্থানে সচেতনতা সভা করে মানুষকে বুঝাতে হবে। তিনি পুলিশের এসব দপদপানি বন্ধ করা না হলে মানুষ মাঠে নেমে আন্দোলন করতে বাধ্য হবে বলে হুমকি দেন।