জুলি দাস
করিমগঞ্জ, ২৫ নভেম্বর : করিমগঞ্জ সিভিল হাসপাতালে শনিবার সাফাই অভিযান চালানো হবে এনজিও খিয়াংতেজ রাইজিং ওয়ালফেয়ার সোসাইটি।
অন্যদিকে, বীর লাচিত বরফুকনের ৪০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার করিমগঞ্জ সরকারি হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করেছে এনজিও খিয়াংতেজ রাইজিং ওয়ালফেয়ার সোসাইটি।
তখন উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম অধিকর্তা ডা: সামসুল আলম, ডা: জামাল উদ্দিন চৌধুরী, ডা: রাজশেখর চক্রবর্তী সহ সংগঠনের সব কর্মকর্তা। অনেক মহিলা সদস্যরাও এই কার্যসূচিতে অংশ নেন।
স্বাস্থ্য বিভাগের যুগ্ম অধিকর্তা ডা: সামসুল আলম কেআরডব্লুএস-এর জনহিতকর কাজকর্মের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এর আগেও সিভিল হাসপাতালে ডাস্টবিন দান করেছে সংস্থা।
হাতিখিরা স্বাস্থ্যকেন্দ্রে বেঞ্চ দান করা হয়েছে। সংস্থার আরো শ্রীবৃদ্ধি কামনা করেন যুগ্ম অধিকর্তা।
কেআরডব্লুএস-এর সম্পাদক বিকাশ খাংতে বলেছেন, আত্মপ্রকাশের পর থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে সংস্থা। এদিনের কার্যসূচিতে সংস্থার কর্মকর্তাদের মধ্যে মুনলিয়ান চড়েই, মুনিন্দ্রকিশোর ত্রিপুরা, লালনুগুল রিল চড়েই, সুব্রত দাস, রাজু ত্রিপুরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।