ধর্মনগর প্রতিনিধি, গণআওয়াজ : সাংবাদিক সম্মেলন করে মঙ্গলবার নিজেকে নির্দোষ দাবী করলেন ডেকোরেটার্স পয়েন্ট এর মালিক সন্তোষ কুমার দে।
সন্তোষ সংঘ পরিবারের একজন সদস্য হিসাবে নিজের পরিচয় দেন।
কিন্তু গত ছয় মে ধর্মনগর রেলগেট থেকে চুরি কাণ্ডে এক মহিলা ও দুই পুরুষকে সন্দেহজনক ভাবে ধর্মনগর থানার পুলিশ গ্রেফতার করে।
এরমধ্যে একজন সন্তোষ কুমার দেও ছিলেন।
তবে কিছুক্ষণের মধ্যেই সন্তোষ নিজেকে নির্দোষ প্রমাণ করে থানা থেকে ছাড়া পেয়ে বেরিয়ে আসেন।
কিন্তু এদিন বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছিল সন্তোষ এই চুরি-কাণ্ডের সাথে জড়িত।
এরপর তিনি পাল্টা সাংবাদিক সম্মেলন করে নিজেকে সংঘ পরিবারের সদস্য পরিচয় দিয়ে বলেন, ধর্মনগর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে অযথা আটক করেছিল।
এদিকে পুলিশ সুত্রের খবর অনুসারে সন্তোষের সাথে থাকা সুজন দাস নামে পেশায় একজন রাজমিস্ত্রি এবং এক মহিলা এই চুরি কাণ্ডে জড়িত রয়েছে।
জানাগেছে ধর্মনগরে কিছু দিন থেকে চুরি কান্ড বেড়েছে, যার জন্য ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীরকে অতিরিক্তভাবে উত্তর জেলার দায়িত্বভার নিতে হয়।