কালাইন প্রতিনিধি : দীর্ঘদিন থেকে অভিভাবকহীন অবস্থায় পড়ে রয়েছে ৬ নম্বর জাতীয় সড়কের দিগরখাল থেকে মালিডহর পর্যন্ত রাস্তা।
সড়কের এই বেহাল দশা দেখার যেন কেউ নেই।
স্থানে স্থানে পুকুরসম বিশালকায় গর্তে পড়ে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি।
প্রায় প্রতিদিনই আট থেকে দশ ঘন্টা যাতায়াত ব্যবস্থা স্তব্ধ হয়ে যাওয়ার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
রাস্তায় না আছে খাদ্য, না আছে পানীয় জলের সুব্যবস্থা।
এই বেহাল সড়কের কারণে অনেক মুমূর্ষ রোগীকে শিলং-এর নিগ্রীম হাসপাতালে পৌঁছার পূর্বেই মৃত্যুর মুখে পড়তে হচ্ছে।
এছাড়াও প্রায় সময় রাস্তায় বিভিন্ন পণ্যবাহী লরি দুই তিন দিন আটকে থাকার ফলে প্রচন্ড ক্ষতির সম্মুখীন হচ্ছেন ট্রাক মালিকরা।
বিভিন্ন সংগঠন থেকে বারবার ছয় নম্বর জাতীয় সড়কের বেহাল অংশটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কোন লাভ হয়নি।
নিরুপায় হয়ে আজ বরাক ভ্যালি ট্রিপার ট্রাক ওউনার্স অ্যাসোসিয়েশন কাটিগড়ার সার্কেল অফিসারের মাধ্যমে সাত দিনের সময় সীমা বেঁধে দিয়ে কাছাড়ের জেলাশাসককে স্মারকপত্র দিয়েছে।
স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সড়ক সংস্কারের কাজে হাত দেওয়া না হলে ট্রাক মালিকরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।