উত্তরপুর্বের কৃতি বাঙালি ব্যাক্তিত্বদের সম্মানিত করবে নিউক্লিয়াস পাবলিকেশন

Spread the love

শিলচর, ১৭ সেপ্টেম্বর : আগামী ২৮ অক্টোবর শিলচরের কাছাড়ক্লাবে উত্তরপূর্ব ভারতের কৃতি বাঙালি ব্যাক্তিত্বদের সম্মানিত করতে চলেছে নিউক্লিয়াস পাবলিকেশন।

‘গর্বের বাঙালি ‘ শিরোনামে এই বাৎসরিক অনুষ্ঠানের জন্য এবার বেছে নেওয়া হয়েছে শিলচরকে, যা ২০২১ সাল থেকে প্রতি বছর বাহিরের বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে আসছে।

নিউক্লিয়াস পাবলিকেশনের কর্ণধার দীপ চক্রবর্তী জানিয়েছেন যে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের মধ্যে যোগসূত্র তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

 তিনি আরো বলেন যে ইদানীং সময়ের অপ্রতুলতা, বিশ্বায়ন এবং অস্তিত্বের লড়াই আমাদের একদিকে পরস্পর থেকে যেমন বিচ্ছিন্ন করে দিচ্ছে তেমনি বিভিন্ন প্রতিকুলতায় হারিয়ে যাচ্ছে বাঙালির নিজস্ব ঐতিহ্য।

তাঁর কথায় ‘বিশ্ববাসী হলেও প্রথমে আমরা বাঙালি, তারপর ভারতীয় এবং সর্বশেষে বিশ্বনাগরিক। তাই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের মধ্যে যোগসূত্র তৈরির জন্যই তাঁদের এই প্রয়াস।

 নিউক্লিয়াস পাবলিকেশনের কর্ণধার বলেন যে, যাদের সান্নিধ্যে মাথা নত হয়ে আসে, উত্তরপুর্বের এইসব বাঙালিদের সম্মান জানাতে গিয়ে সামগ্রিক ভাবে সম্মান জানানো হচ্ছে।

চারপাশের অসংখ্য প্রতিকুলতা ও বিরোধীতা স্বত্ত্বেও ছিন্নমুল অবস্থান থেকে তাঁরা ঘুরে দাঁড়িয়েছেন, নিজ নিজ ক্ষেত্রে উৎকর্ষতার উদাহরণ তৈরি করেছেন এবং নিরন্তর জাতি তথা বৃহত্তর সমাজকে সমৃদ্ধ করে চলেছেন।

উত্তর পুর্বের যাদের এবারের গর্বের বাঙালি সম্মানের জন্য মনোনীত করা হয়েছে, তাঁরা হলেন –

সাহিত্য – মিথিলেশ ভট্টাচার্য, সংগীত – বিশ্বজিৎ রায়চৌধুরী ও মৈত্রেয়ী দাম, নাট্য পরিচালক – শেখর দেবরায়,  নাট্য অভিনেতা – চম্পা ভট্টাচার্য ও সুব্রত রায়, নৃত্য – জয় বসু, বহ্নিশিখা ভট্টাচার্য ও মঞ্জুরী ভট্টাচার্য,  চলচ্চিত্র – হেমন্ত দত্ত পুরকায়স্থ, ভাস্কর – স্বপন পাল, শিক্ষা – তপোধীর ভট্টাচার্য, বিজ্ঞান – অশোক সেন, চিকিৎসা – প্রফেসর দেবব্রত ব্যানার্জী ও ডাঃ সুজিত নন্দী পুরকায়স্থ, সমাজ সেবা – দিলীপ কুমার পাল (আগরতলা) ও  কমলাক্ষ দে পুরকায়স্থ, ভাষা আন্দোলনের অগ্রনী সেনানী – প্রদীপ দত্তরায়। খেলা – জহরলাল গুপ্ত ও সম্পাদক – পার্থপ্রতিম সাহা, উদীয়মান প্রতিভা – বাহার আহমেদ চৌধুরী, জয়দীপ ঘোষ ও ডঃ শান্তনু সেন।

উল্লেখ্য যে, ইংরেজি ছাড়াও নিউক্লিয়াস পাবলিকেশন থেকে পাঁচটি বাংলা মাসিক পত্র – ডানা, সীমানা ছাড়িয়ে, কৈশোর কাল, গোয়েন্দা রহস্য, স্বাস্থ্য চেতনা ও সাপ্তাহিক সংবাদ পত্র জনমত প্রকাশিত হয়। নিউক্লিয়াস পাবলিকেশনের পক্ষ থেকে কর্ণধার দীপ চক্রবর্তী এই খবর জানিয়েছেন।  

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token