হাইলাকান্দি প্রতিনিধি : মনিপুর সমবায় সমিতির দাড়িয়ারঘাট-কারিছড়া জিপির ডিলার সালেহ আহমদ লস্করের বিরুদ্ধে ন্যায্য মূল্যের চাল আত্মসাতের গুরত্বর অভিযোগ আনল অসম প্রেমী যুব ছাত্র সমাজ।
সংগঠনের হাইলাকান্দি জেলা সভাপতি ইমদাদুল হক বড়ভূইয়া মনিপুর সমবায় সমিতির ডিলার সালেহ আহমদ লস্করের বিরুদ্ধে তদন্তের দাবিও জানিয়েছে।
তিনি জানান, চলতি বছরের মার্চ, জুলাই ও সেপ্টেম্বর এই তিন মাসের গরীব মানুষের খাদ্য সুরক্ষার চাল আত্মসাৎ করেছেন এজেন্ট সালেহ আহমদ লস্কর।
এনিয়ে গ্ৰাহকরা গত ২৭ সেপ্টেম্বর ২০২৩ ইংরেজী হাইলাকান্দির জেলাশাসকের কাছে স্মারকপত্র দেওয়ার পরও কোন সুরাহা হয়নি।
তাছাড়া মনিপুর সমবায় সমিতির চেয়ারম্যানের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন গ্ৰাহকরা।
আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত করে মনিপুর সমবায় সমিতির দাড়িয়ারঘাট-কারিছড়া জিপির গ্ৰাহকদের বকেয়া তিন মাসের চাল প্রদান করা না হলে তাদেরকে নিয়ে হাইলাকান্দির জেলাশাসকের কার্যালয় ঘেরাও করা হবে।
এই হুংকার দেন অসম প্রেমী যুব ছাত্র সমাজের জেলা সভাপতি ইমদাদুল হক বড়ভূইয়া, হিতাধীকারী হিলাল উদ্দিন মজুমদার এবং সফিক উদ্দিন বড়ভূইয়া। ছাত্র সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক হিলাল উদ্দিন লস্কর, সদস্য জিয়াউল হক বড়ভূইয়া ও বাবুল হোসেন মজুমদার।