ব্যুরো রিপোর্ট, গণ আওয়াজ : ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংঘাতে মুখ খোললেন উত্তর-পূর্ব ভারতের ইসলামী চিন্তাবিদ মাওলানা আহমদ গোবিন্দ পুরি।
তিনি নিরীহ মানুষের প্রাণহানির অভিযোগ এনে নিন্দায় সরব হন।
গোবিন্দ পুরি এই সামরিক যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে শান্তির পক্ষে সংঘাতমুক্ত বিশ্ব গঠনের জন্য পরাশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
তাঁর মতে, যুদ্ধ সমস্যার সমাধান নয়।
নিরীহ মানুষ হত্যা কোন সমাধান হতে পারেনা।
যারা অতর্কিত হামলা করে তাঁরা মানবতার দুষমন, নীরহ মানুষ হত্যা করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যায় না।
গোবিন্দ পুরি বলেছেন, কেউ কাউকে সমর্থন না করে শান্তি বাতাবরণ সৃষ্টি করতে ব্যবস্থা নিক বিশ্বের পরাশক্তিগুলো।
আমেরিকান, রাশিয়া, ভারত, জার্মানি তুরস্ক, চিন, সৌদি আরবের মতো দেশ গুলোর প্রতি গোবিন্দ পুরি এই আহ্বান জানিয়েছেন।
গোবিন্দপুরি বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়ে বলেন, দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে সর্বাত্মক সমাধান সূত্র বের করা হোক। এরজন্য বিশেষ বৈঠক বসুক বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তিগুলো।