দিনাজপুরে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ছিদ্র করে তেল চুরি, আটক ৪

Spread the love

অনলাইন ডেক্স : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ছিদ্র করে তেল ‍চুরির ঘটনায় চার জনকে আটক করা হল।

শুক্রবার সকালে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ফেরোশাডাঙ্গা চক ইসবপুর এলাকায় এ তেল চুরির ঘটনা ঘটেছে, জিজ্ঞাসাবাদের জন্য এই চারজনকে আটক করে বাংলাদেশ পুলিশ।

এদিন দিনাজপুর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত ওসি বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ছয় ফুট গর্ত করে পাইপ ফুটো করে তাতে স্ক্রু লাগিয়ে পাইপ দিয়ে এই তেল চুরি করা হয়েছে সংবাদমাধ্যমকে জানিয়েছেন পরিদর্শক দল।

এ ঘটনায় জমির মালিক, ইরি সেচ দেওয়া শ্যালো মেশিনের মালিক, প্রতিষ্ঠানের দুজন লাইনম্যানসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ভারত থেকে সরাসরি পাইপলাইনে তেল আমদানির জন্য এই পাইপলাইন বসানো হয়।

বাংলাদেশ তেল আমদানি করতে ভারতের নুমালীগড় রিফাইনারির শিলিগুড়ির মার্কেটিং রেল টার্মিনাল থেকে পাইপলাইন বসানো হয়।  

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে প্রবেশ করেছে পাইপলাইনটি এবং শেষ হয়েছে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের রেলহেড অয়েল ডিপোতে।

১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন বাংলাদেশ অংশে ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার এবং ভারতীয় অংশে ৫ কিলোমিটার পড়েছে। পার্বতীপুর রিসিভ টার্মিনাল কর্মকর্তা শুক্রবার ভোরে পাইপলাইনের পার্বতীপুর রাউটারের মাধ্যমে বুঝতে পারেন কোথাও পাইপ ফুটো হয়েছে এবং তেল বের হয়ে যাচ্ছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token