আমড়াঘাট প্রতিনিধি : বিশ্বহিন্দু পরিষদ ও বজরংদলের শৌর্য্য জাগরণ রথযাত্রার মঞ্চ থেকে মঙ্গলবার ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবী জানালেন পূর্ণচন্দ্র মণ্ডল।
দক্ষিণ কাছাড়ের আমড়াঘাট বাজারে অনুষ্ঠিত ধর্মসভায় বিশ্বহিন্দু পরিষদের দক্ষিণ-পূর্ব প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
তিনি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দাবি জানান।
গত পাঁচ অক্টোবর থেকে সারা দেশ ব্যাপী বিশ্বহিন্দু পরিষদ ও বজরংদলের শৌর্য্য জাগরণ রথ যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার বিশ্বহিন্দু পরিষদের দক্ষিণ-পূর্ব প্রান্তের শৌর্য্য জাগরণ রথ লক্ষীপুর বিধান সভা থেকে সোনাই বিধান সভায় প্রবেশ করে।
সেখানে সোনাই বাজার শ্যামাকালী মন্দিরের সামনে রথকে রেখে ধর্মসভা করা হয়।
পরে বজরংদলের বিশাল র্যালির সহযোগে রথ মতিনগর হয়ে ধলাই বিধানসভার আমড়াঘাট বাজারে পৌছায়।
বজরংদলের কর্মীরা বাজিপটকা পুড়িয়ে স্বাগত জানান রথকে।
মহিলারাও উলুধ্বনী ও পুষ্প ছিটিয়ে রথে বিরাজিত শ্রীরাম ও সীতা সহ বজরংবলী হনুমান এবং শ্রীরামের অনুজ লক্ষনকে শ্রদ্ধা জানান।
পরে আমড়াঘাট বাজারে এক বিরাট ধর্মসভায় হয়।
এতে বক্তব্য রাখেন বিশ্বহিন্দু পরিষদের দক্ষিণপূর্ব প্রান্তের সংঘটন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল।
উপস্থিত ছিলেন, বজরংদলের শিলচর বিভাগের সংযোজক অমলেন্দু দাশ, বিশ্বহিন্দু পরিষদের দক্ষিনপূর্ব প্রান্তের সেবা প্রমূখ গোপাল ভট্টাচার্য্য, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রদীপ দাস, আমড়াঘাট বাজার কমিটির সভাপতি কৃপেশচন্দ্র পাল।