বেহাল আরকাটিপুর দয়াপুর সংযোগকারী সড়ক, আন্দোলনের হুংকার

Spread the love

ব্যুরো রিপোর্ট, গণ আওয়াজ : দুর্গাপূজার আগে আরকাটিপুর দয়াপুর সংযোগকারী সড়কের সংস্কার করা না হলে আন্দোলনের হুংকার দিল “আমরা কিছু করি’’ নামের সংগঠন৷

আজ সংগঠন থেকে পূর্তবিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে একটি স্মারকপত্ৰও দেওয়া হয়।

সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ পাঁচ বছর থেকে বেহাল অবস্থায় রয়েছে উধারবন্ধ সমষ্টির আরকাটিপুর দয়াপুর সড়ক।

রাস্তায় প্রকাণ্ড প্রকাণ্ড পুকুর সম গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে স্থানীয় জনগণকে চলাচলে বহু অসুবিধার সম্মূখীন হতে হচ্ছে।

পায়ে হেটে চলার অবস্থায়ও এই রাস্তার। গত মার্চ মাসে এই রাস্তার জন্য টাকা বরাদ্ধা হয়েছে।

এমনকি দরপত্র আহ্বান করে কাজের বরাতও দেওয়া হয়েছে মেসার্স রামকৃষ্ণ টেডারস নামের সংস্থাকে।

কিন্তু রহস্যজনক ভাবে আজ অবধি কোন কাজই শুরু হয়নি। তাই দুর্গাপূজার আগে যদি রাস্তার কাজ আরম্ভ না হলে আন্দোলনের হুংকার দেয় সংগঠনটি।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token