অমৃত পাল, নর্থ ত্রিপুরা : বৌদিকে হত্যার দায়ে বুধবার ঊনকোটি জেলা জর্জ ‘দেওর’ বিশ্বাস সিনহাকে সশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষণা এবং দশ হাজার টাকা জরিমানা করেন।
অনাদায়ে আরও সাড়ে তিন মাস জেলে কাটাতে হবে বলে সরকারি আইনজীবী সুনির্মিল দেব জানান।
বুধবার সরকারি আইনজীবী সুনির্মল দেব জানান, ফটিকরায় থানার আসামবস্তীর বাসিন্দা দিপিকা সিনহা ২০২২সালের থানায় লিখিত অভিযোগ করেছিলেন তার মা সুনিতা সিনহা জল আনার জন্য বিশ্বাস সিনহার বাড়িতে গিয়েছিলেন।
শত্রুতার জেরে বিশ্বাস সিনহা সুনিতার মাথায় ধারালো দা দিয়ে আঘাত করেন।
সুনিতা সিনহা সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন, সেই সময় বিশ্বাস সিনহা গাছের ঢাল দিয়ে আরও আঘাত করায় ঘটনা স্থলেই সুনিতা সিনহার মৃত্যু হয়।
সুনিতা সিনহার উপর আক্রমনের এই দৃশ্য সুনিতার মেয়ে দিপিকা সিনহা এবং তার নিকট আত্মীয় সুপর্ণা সিনহা দেখেন।
সুনিতা সিনহার মৃত্যু নিশ্চিত করে দিপিকা সহ পরিবারের অন্যদের ধাওয়া করলে সবাই ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে চিৎকার চেচামেচি শুরু করে।
তাদের চিৎকার শোনে গ্রামবাসীরা ছুটে এসে ফটিকরায় থানার পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এবং টি.এস.আর ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ফটিকরায় হাসপাতালে পাঠায় এবং বিশ্বাস সিনহাকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী পুলিশ ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা এই মামলায় মোট সতেরো জনের সাক্ষ্য আদায় করে আদালতে পাঠান।
আদালত ৩০২ধারায় সতেরো জনের সাক্ষ্যগ্রহণ করে বুধবার ঊনকোটি জেলার জেলা জর্জ পি.কুমার এই মামলায় অভিযুক্ত বিশ্বাস সিনহাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং দশ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও তিন মাস জেল কাটতে হবে মামলার সরকারি আইনজীবী সুনির্মল দেব জানান।