ধলাই, ৩১ অক্টোবর : কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত হয় ছট পূজা। হিন্দিবাসী সম্প্রদায়ের এই অন্যতম উৎসবকে ছট পূজা, ছটী মাঈ পূজা, ছট পার্বণ, ডালা পূজা, সূর্য ষষ্ঠী বলেও জানা যায়।
এই পূজায় কোনোধরণের মূর্তি পূজা করা হয় না। ৩৬ ঘন্টার কঠোর ব্রত করা হয় ছট পূজায়।
ভাগাবাজার শিব মন্দির এলাকার খাসপুর, টিলানগর, রাজগোবিন্দপুর এলাকার জন্য সাজানো হয় ভাগাবাজার বিসর্জন ঘাট।
এবার অত্যানুধিক সাজে সজ্জিত হয়েছে ভাগা শিব মন্দির সংলগ্ন বিসর্জন ঘাট। অসংখ্য ভক্তের সমাগম ঘটে ভাগা শিব মন্দির বিসর্জন ঘাটে। দূর দূরান্ত থেকে বিভিন্ন ভাষাবাসির মানুষ এসে জড়িত হন।
এদিকে ফ্রেঞ্চনগর গ্রামের হিন্দিবাসী সম্প্রদায়ের মানুষ আয়োজন করেন ছট পূজা। সোমবার ভোরে খুলিছড়া রুকনি নদীতে উৎসবের সমাপন করেন ব্রতীগন।
শুধু হিন্দিবাসী সম্প্রদায়ের লোকজন নয়, এতে সামিল হন এলাকার বিভিন্ন ভাষাবাসীর লোকজনও। উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় ছট পূজায়। এবার শান্তি শৃঙ্খলাভাবে সম্পূর্ণ হয়েছে ছট পূজা।