হাইলাকান্দি প্রতিনিধি : কমলাক্ষ দে পুরকায়স্থকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও মন্ত্রী পীযুষ হাজারিকার কুশপুত্তলিকা দাহ করল হাইলাকান্দি জেলা কংগ্রেস।
শুক্রবার হাইলাকান্দি কংগ্রেস ভবনের সম্মুখে সর্দার বল্লভভাই প্যাটাল রোডে এক বিশাল রেলী করে এসে মূখ্যমন্ত্রী ও মন্ত্রী পীযুষ হাজারিকার কুশপুত্তলিকা দাহ করা হয়।
পুলিশ প্রশাসন কুশপুত্তলিকা দাহ করতে কংগ্রেস কর্মীদেরকে বাধা প্রদান করে।
কিন্তু বিজেপি সরকার মুর্দাবাদ, হিমন্ত বিশ্বশর্মা মুর্দাবাদ, পীযুষ হাজারিকা মুর্দাবাদ, কমলাক্ষ দে পুরকায়স্থ জিন্দাবাদ ধ্বনি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেন কংগ্রেস কর্মকর্তারা।
একসময় পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে দস্তাদস্তি হতে দেখা যায়।
এরপর হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি সামছ উদ্দিন বড়লস্কর সাংবাদিকদের হয়ে জানান, অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে নিয়ে মূখ্যমন্ত্রী এবং মন্ত্রী পীযুষের এহেন মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান।
যুব কংগ্রেসের হাইলাকান্দি সমষ্টি কমিটির প্রাক্তন সভাপতি রিয়াজুল হক মিরা সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করে মূখ্যমন্ত্রী ও মন্ত্রী পীযুষের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
এদিনের এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, মনোজ মোহন দেব, সারিম সদিওল, পারভেজ আহমেদ লস্কর, বাহারুল ইসলাম বড়ভূইয়া, উপসভাপতি গিয়াস উদ্দিন লস্কর, এনাম উদ্দিন লস্কর, মহিলা কংগ্রেসের সভানেত্রী মাধবী শর্মা, সেবাদলের চেয়ারম্যান গুলে আহমদ লস্কর, যুব কংগ্রেসের আব্দুল আহাদ বড়ভূইয়া প্রমুখ।