অমৃত পাল, কৈলাসহর : স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানাও ঘোষণা আদালতের।
অনাদায়ে আরও তিন মাস অতিরিক্ত জেলে থাকার নির্দেশ দেন বিচারক।
ঘটনাটি ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের।
বৃহস্পতিবার ঊনকোটি জেলা আদালতের সরকারি আইনজীবী সুনির্মল দেব জানান, কৈলাসহরের দেওরাছড়া এডিসি ভিলেজের ১নং ওয়ার্ডের ভুইয়া পাড়ার বাসিন্দা স্বামী রাখেল মুন্ডা স্ত্রী মনি মুন্ডাকে হত্যা করেন।
স্বামী রাখেল মুন্ডা প্রায়ই অতিরিক্ত মদ্যপান করে বাড়িতে এসে স্ত্রী মনি মুন্ডাকে মারধোর করতো।
গত বছর (২০২২সালের) ঊনিশ জুন রাতে রাখেল অতিরিক্ত মদ্যপান করে বাড়িতে এসে স্ত্রী মনির সাথে ঝগড়া করে এবং লাটি দিয়ে স্ত্রী মনির মাথায় আঘাত করে।
এতে মনি মুন্ডার মাথা থেকে রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই মনি মুন্ডার মৃত্যু হয়।
পাশের বাড়িতে থাকা নিজের মেয়ে এবং গ্রামের অন্যান্যদের কাছে রাখেল নিজে এই ঘটনার সত্যতা স্বীকার করে।
রাখেলের স্বীকারোক্তিতে পাশের বাড়ির বাসিন্দা রাধেশ্যাম ভর কৈলাসহর থানায় লিখিত মামলা করেন।
মামলার পর তদন্তকারী পুলিশ অফিসার মৃনাল পাল রাখেল মুন্ডাকে গ্রেফতার করেন, রাখেল পুলিশের কাছে এই ঘটনার সত্যতা স্বীকারও করে।
মামলার সরকারি আইনজীবী সুনির্মল দেব আরও বলেন, এই মামলায় রাখেলর বিরুদ্ধে ১৬জন আদালতে সাক্ষ্যদান করেন।
ঊনকোটি জেলার জেলা ও দায়রা জর্জ পি. কুমার বৃহস্পতিবার ৩০২ ধারায় অভিযুক্ত রাখেল মুন্ডাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং দশ হাজার টাকা জরিমানাও করেন। অনাদায়ে আরও তিন মাস জেলে থাকার আদেশ দেন।