গণআওয়াজ প্রতিনিধি : লাটে উঠেছে ছোট দুধপাতিল মহাত্মাগান্ধি মডেল হাসপাতালের চিকিৎসা পরিসেবা।
হাস্পাতালে রোগী নিয়ে গেলে পাওয়া যায়নি চিকিৎসক।
সরকারী কোয়াটারকে চেম্বার করে ৩০০ টাকা ভিজিটে রোগী দেখছেন ডাঃ রামানন্দ দাস।
এই অভিযোগ ভুক্তভোগিদের।
রঞ্জন দাস নামের এক ভুক্তভোগি হাসপাতালের এই চরম দুর্দশার ভিডিও জেলা আয়ুক্তকে শেয়ার করেছিলেন।
কিন্তু কেন? ভিডিও জেলা আয়ুক্তকে শেয়ার করা হয়েছে, এনিয়ে রোগী এবং অভিভাবক রঞ্জিত দাসের সঙ্গে দস্তাদস্তিতে জড়ান ডাক্তার রামেন্দু দাস।
রামানন্দ ঘটনাটি নিয়ে সেচ্ছাসেবী সংগঠন ডিজায়ার ফর লাইফ-এর দারস্থ হন, এরপর বৃহস্পতিবার সংস্থার সভানেত্রী গিতা পাণ্ডে সহ একটি দল ছুঁটে যায় হাস্পাতালে।
খবর পেয়ে এর আগেই হাসপাতালে পৌঁছান কাছাড়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক। তিনি জানান, জেলা আয়ুক্তের ফোন পেয়ে এসেছেন।
হাসপাতালের এসব কিছুই জানেন না বলনেন, কাছাড়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক।
লম্বা মাইনে গুনলেও দায়িত্ববোধ কিছুই নেই এসব সরকারী কর্মকর্তাদের। তাঁর দাবী জনগন তাকে জানান নি।
সেচ্ছাসেবী সংগঠন ডিজায়ার ফর লাইফের এসব সরকারী কর্মচারীদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি, হয় দায়িত্ব পালন করুন, নতুবা চাকরি ছাড়ুন।
তবে কাছাড়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক আশ্বাস দিয়েছেন, হাসপাতালের এমন চরম অবস্থা এবং চিকিৎসক রামানন্দ দাসের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।