রেমালের তাণ্ডব লীলা! কৃত্রিম বন্যারর কবলে শিলচর, ব্যহত বিদ্যুৎ-পানীয় জল সরবরাহ

Spread the love

নিউজ ডেক্স, গণআওয়াজ : আশংকা অনুসারে রাজ্যে পড়ল বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাব। বাদ যায়নি বরাক উপত্যকা।

রাত থেকে শুরু হয়েছে রেমালের তাণ্ডব লীলা। 

কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায় রেমাল-এর তাণ্ডবে পড়ছে অনেক পুরানো বড় বড় গাছ এবং ঝোপঝাড়।

ব্যাহত হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। বন্ধ বিশুদ্ধ পানীয় জল সরবরাহ।

অন্যদিকে সোমবার দুপুর থেকে প্রচুর বৃষ্টির ফলে শিলচর শহরের রাজপথ, অলি-গলি কৃত্রিম বন্যার রূপ নিয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ২০২২ সালের বন্যা শিলচরের মানুষকে বন্যা তার ভয়ঙ্কর চেহারা দেখিয়েছিল।

এরপর কাছাড়ের জলসম্পদ বিভাগ এবং পূর্ত দপ্তর পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করেনি।

শিলচর পুরোসভার অকর্মণ্যতার জন্য আজও সম্পন্ন হয়নি শিলচরের বেশ কয়েকটি মাস্টার ড্রেনেজের কাজ।  

সংস্কার বিহীন মাষ্টার ড্ৰেনেজের ফলে অল্প বৃষ্টিতে বার বার শিলচরবাসীকে বন্যার তাণ্ডব ভোগ করতে হচ্ছে।

শিলচরের প্রধান রাস্তাগুলির মধ্যে ন্যাশনেল হাইওয়ে, রঙ্গিরখাড়ি, আশ্রম রোড, বিবেকানন্দ রোড, সোনাই রোড, নাগা টিলা সহ বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় আক্রান্ত।

এদিকে কাছাড় জেলা প্রশাসনের দুৰ্যোগ মোকাবিলা বিভাগ এক জরুরী আদেশে ভূমিধসের আশঙ্কায় শিলচর-হাফলং সড়কে অনিৰ্দিষ্ট কালের জন্য যাতায়াত বন্ধ ঘোষণা করেছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token