কোকরাঝাড় ও মঙ্গলদৈ আসনে প্রার্থী দেবে বিপিএফ : লোকসভা নির্বাচন- ২০২৪

Spread the love

কোকঝাড়, ২৬ জানুয়ায়রি : আসন্ন লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের ক্ষমতাসীন ও বিরোধী সব দলই প্রস্তুত। পিছিয়ে নেই বিপিএফও।

বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) আসন্ন লোকসভা নির্বাচনে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।

বিপিএফ যে দুটি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেগুলো হল কোকরাঝাড় এবং মঙ্গলদৈ লোকসভা কেন্দ্র।

বিপিএফ-এর আইনসভা দলের নেতা দুর্গাদাস বড়ো জানিয়েছেন গত দেড় বছর ধরে প্রমোদ বড়োর বিটিআর লুটপাটের দায় নিতে বিপিএফ পুরোপুরি প্রস্তুত। 

মুখ্যমন্ত্রী কয়েকদিনের মধ্যে হাগরামা মহিলারিকে এই দায়িত্ব নেবে দল, না হলে নির্বাচনের অপেক্ষায় থাকবে।

দুর্গাদাস বড়ো প্রাক্তন বিপিএফ বিধায়ক হিতেশ বসুমাতারির গ্রেপ্তারকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। বিধানসভায় শাসক দলের সঙ্গে জোটে থাকা সত্ত্বেও বিপিএফ এনডিএ বা ইউপিএ-তে নেই। তাই কোকরাঝাড় ও মঙ্গলদৈ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে দল।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token