স্বপন পাল
শিলিগুড়ি : চিনে পাচারের আগে ৩টি তক্ষক উদ্ধার সহ জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে আমবাড়ি রেঞ্জ বন বিভাগ।
ধৃতরা হল কোচবিহারের শেখ আমিন ও জলপাইগুড়ির এল এ শেখ।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির কাছে ৭৩ মোড় এলাকায় ক্রেতা সেঝে অভিযানে নামে বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি রেঞ্জ অফিসার আলমগীর হকের নেতৃত্বে আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা।
কিছুক্ষণ অপেক্ষার পর মোটরবাইকে করে দুই ব্যক্তি তিনটি মুজোতে তাদের পায়ের সাথে বেধে তিনটি তক্ষক নিয়ে এসে ৯ লক্ষ টাকা দরে বিক্রি করতে চাইছিল।

আর সেই মুহূর্তেই হাতে নাতে তক্ষক সমেত দুই পাচারকারীকে গ্রেফতার করে আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা।
পাশাপাশি তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটর বাইক।
বনদপ্তরে কর্মীরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তিনটি তক্ষক বাংলাদেশ থেকে মালদা হয়ে জলপাইগুড়ি জেলা এলাকায় নিয়ে আসা হয়েছিল।

এখানে বিক্রি না হলে নেপাল হয়ে চীনে পাচারের উদ্দেশ্য ছিল তাদের।
সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে বনদপ্তর।