মানবতা ও ভ্রাতৃত্বের বার্তা দিয়ে সম্পন্ন হল সর্বধর্ম সমন্বয় সভার দশম বার্ষিক সম্মেলন, উন্মোচন হল স্মরণিকা

Spread the love

হিবজুর রাহমান বড়ভূইয়া : বিভিন্ন ধর্মীয় গুরু ও বিশিষ্টজনদের উপস্থিতিতে সম্পন্ন হল বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার দশম বর্ষপূর্তি উপলক্ষে সর্বধর্মীয় সম্মেলন।

সঙ্গে গুণীজনদের সংবর্ধনা ও মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।

শুক্রবার শিলচর ওরিয়েন্টাল হাইস্কুলে আয়োজিত সংস্থার কেন্দ্রীয় সভাপতি হরেকৃষ্ণ গোস্বামীর পৌরহিত্যে অনুষ্ঠিত সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন।

উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সীমা পুরকায়স্থ।

উত্তরীয় দিয়ে অতিথি বরণ করে বিশেষ সম্মানীয় কার্ড সহ কভার ফাইল তাদের হাতে তুলে দেন সাহিদা ইয়াসমিন বড়ভূইয়া ও এম আব্দুল জলিল লস্কর।

 শান্তি-সম্প্রীতি, ঐক্য-মৈত্রী, ভ্রাতৃত্ব, সমন্বয় ও মানবতার উপরে বক্তব্য রাখেন বিভিন্ন ধর্মীয় গুরুরা।

শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গুণাতীতানন্দজি মহারাজ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আগে মানবপ্রেম শিখতে হবে, তার পর ধর্ম।

প্রকৃত ধর্মীয় মানুষের মধ্যে হিংসা থাকতে পারে না।

বদরপুর বুদ্ধ শান্তি বিহারের মহারাজ কুশলায়ন ভিক্ষু বলেন, মানুষকে সেবা করা মানেই ঈশ্বরকে সেবা প্রদান করা। মানুষকে কষ্ট দিলে ঈশ্বর ক্ষমা করেন না।

শিলচর জিসি কলেজের অধ্যাপক সমর্পণ নাথ বলেন, এই পৃথিবীতে মানবতার বাণী প্রচারের জন্য যুগে যুগে মহামানবদের আবির্ভাব ঘটেছিল।

তাঁরা তপস্যা করে সমাজকে সংস্কার করার চেষ্টা করেছিলেন।

এছাড়াও বক্তব্য রাখেন ড: অরুণ ভট্টাচার্য, কাছাড় ক্যানসার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ কুমার চক্রবর্তী, প্রাক্তন পুলিশ আধিকারিক আলিম উদ্দিন মজুমদার, দক্ষিণ অসম অখণ্ড মণ্ডলীর উপ-সভাপতি নবেন্দু নাথ সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক এরিয়া প্রেসবিটেরিয়ান চার্চ অ্যাণ্ড মিশনের রেভারেন্ড সূর্য কুমার সিংহ, মাওলানা হিলাল আরশদ, জয়া সিনহা, আব্দুর রহমান লস্কর সহ অনেকেই।

দশ বছরপূর্তি উপলক্ষে বিশেষ স্মরণিকা উন্মোচিত করা হয়।

এদিন কাছাড় ক্যানসার হাসপাতাল, সুন্দরী মোহন সেবা সদন, লায়ন্স ক্লাব অব লালা, হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, শিবম ও রূপম সাংস্কৃতিক সংস্থা, ডিজায়ার ফোর লাইফ সহ অন্যান্য বেশ কিছু সামাজিক সংস্থাকে সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয় সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে। শিশু শিল্পী সাহিল উদ্দিনের কণ্ঠে মানুষ মানুষের জন্য সঙ্গীত পরিবেশনের পর সম্মেলনের সমাপ্তি হয়।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token