সম্ভু দাস, ধেমাজি : নির্বাচনের আগে হিন্দু বাঙালির জলন্ত সমস্যা সমাধান না হলে বিজেপিকে বর্জন করা হবে।
এমনকি বাঙালি অধ্যুষিত এলাকায় বিজেপিকে নিষিদ্ধ ঘোষণা করার ডাক দিল দুটি বাঙালি সংগঠন।
শিলা পথারে সাংবাদিক সম্মেলন করে বিজেপির বিরুদ্ধে এভাবেই সরব হল দুটি বাঙালী সংগঠন।
হিন্দুত্বের শ্লোগান দিয়ে শাসন ক্ষমতায় আসা বিজেপি নির্বাচনের আগে, হিন্দু বাঙালীদের ডি ভোটার, বিদেশী সমস্যা, ডিটেনশন ক্যাম্প ভেঙ্গে দেওয়া সহ বহু জলন্ত সমস্যা সমাধানের প্ৰতিশ্ৰুতি দিয়েছিল।
বাঙালী জনসাধারণের ৯৯ শতাংশ ভোটে দু’বার আসামের ক্ষমতা দখল করে বিজেপি, কিন্তু কোন প্ৰতিশ্ৰুতি পুরন করেনি, এই বাঙালি সংগঠনগুলোর অভিযোগ।
তাই এবার বিজেপির বিরুদ্ধে এই আহ্বান জানাল বাঙালির দুটি সংগঠন বাঙালি ফেডারেশন এবং বাঙালি জাতীয় পরিষদের ধেমাজি জেলা সমিতি।
ধেমাজিতে যৌথ সংবাদ সম্মেলন করে বিজেপির বিরুদ্ধে ধর্মের নামে ভোট নিয়ে ক্ষমতায় এসে কি ভাবে হিন্দুদের ক্ষতি করছে, তা তুলে ধরে এই দলকে আসামে বর্জনের আহ্বান জানায় দুটি সংগঠন।
সংগঠনগুলো বাঙালীদের সমস্যা সমাধানে রাজ্যের ড০ হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারকে তিন মাসের সময়সীমা বেধে দিয়ে এই আহ্বান জানিয়েছে।
সমস্যাগুলোর মধ্যে- আসামে বসবাস করা হিন্দু-বাঙালীদের ডি ভোটার, ডিটেনশন ক্যাম্প প্রত্যাহার এবং বসুন্ধরা প্রকল্পে ভূমির পট্টা প্ৰদান করা সহ সরকারী চাকরীর ক্ষেত্রে সমানভাবে নিযুক্তি দেওয়া।