কাটিগড়া, ১৮ অক্টোবর : বড়খলা মহাসড়ক থেকে বিহাড়া হয়ে জুয়াই-বদরপুর জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী আসামমালার জরিপের কাজে ক্ষোভ ব্যক্ত করলেন কালাইন বাজারের ব্যবসায়ীরা।
১৮ অক্টোবর, মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে ব্যবসায়ীরা বলেন, দীর্ঘ ১৫০ বছর থেকে তারা এখানে বসবাস এবং ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।
কিন্তু হঠাৎ করে আসাম মামলার অধীনে রাস্তা বড় করার নামে বাড়িঘর, দোকানপাট বা ধর্মীয় স্থান গুলাতে সরকার থেকে জরিপ করে ভেঙে দেওয়ার জন্য দাগ দেওয়া হচ্ছে।
তারা মন্ত্রী, বিধায়ক ও আধিকারিকদের কাছে স্বারকলিপি প্রধান করেছেন। এমনকি সাংসদ রাজদীপ রায়ের সাথে কথা বলেও ফলস্বরূপ কোন লাভ হয়নি।
আসামের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অধিকারীদের কাছে আবেদন করে বলেন, কালাইন বাজারের দোকান পাট না ভেঙ্গে বিকল্প ভাবে সড়কের কাজ করা হোক।
আর না হলে আগামীতে তারা গনতান্ত্রিক ভাবে বৃহত্তর আন্দোলন শুরু করতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।