অয়াহিদুর রহমান, কলিয়াবর : সমাগত চব্বিশের লোকসভা নিৰ্বাচন, প্রতিটি সমষ্টি তৈরি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার মেজাজে।
পিছিয়ে নেই নগাওঁ লোকসভা সমষ্টিতও।
লোকসভার নতুন সীমানা নির্ধারণের পর থেকেই নগাওঁ সমষ্টি টার্গেটে রেখেছে AIUDF। AIUDF প্ৰাৰ্থী আমিনুল ইছলাম জোরতুর প্রচার চালিয়ে যাচ্ছেন।
কিন্তু এই সমষ্টিটির বিজেপির সম্ভাব্য প্ৰাৰ্থী সুরেশ বরা মাঠে নামার পর সংখ্যালঘু অঞ্চলে প্ৰতিধ্বনিত হল “ভারত মাতা কি জয়” ধ্বনি।
বরা ইতিমধ্যেই সংখ্যালঘু ঘাঁটিতে প্রবেশ করে হানা দিতে শুরু করেছেন। কলিয়াবরের বড়ঘুলী, ভকুয়ামারি, গরইমারি, ভূরবান্ধা সহ বিভিন্ন অঞ্চলে প্রচার চালিয়ে যাচ্ছেন সুরেশ বরা।
সংখ্যালঘুরা “ভারত মাতা কি জয়” ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন। এই সমষ্টিটির AIUDF প্ৰাৰ্থী অনেক শক্তিশালী। একথা স্বীকার করেছেন বিজেপির সম্ভাব্য এই প্রার্থীও।
তবে কংগ্ৰেস এবং AIUDF–এর ভোট বিভাজনের ফর্মুলায় নগাওঁ লোকসভায় জয়ের স্বপ্ন দেখছেন বিজেপির এই দাবীদার।
কিন্তু প্রার্থীত্বের নিশ্চয়তা সম্পর্কে সরাসরি উত্তর থেকে বিরত থাকেন নতুন বিজেপি নেতা। এদিন সুরেশ বরার সঙ্গে এই নিৰ্বাচনী প্ৰচারে অংশ নিতে দেখা যায় নগাঁও জেলার উপ সভাপতি পংকজ বরা, রূপহী মণ্ডলের সভাপতি গোলাপ মণ্ডল সহ যুব মোৰ্চার সভাপতি আচিপ হুসেনকে।