স্বপন পাল, শিলিগুড়ি : শিলিগুড়িতে কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেফতার করা হল অঙ্কিত তক এবং কমলেশ ঘাঞ্চি নামের রাজস্থানের দুই বাসিন্দা।
আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
জানা গিয়েছে, ইন্দো-বাংলাদেশ সীমান্ত ত্রিপুরা থেকে গুয়াহাটি হয়ে ট্রেনে করে পাচার করা হচ্ছিল সোনার বিস্কুটগুলি।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বুধবার রাতে এনজেপি স্টেশনে অভিযান চালায় ডিআরআই।
এরপর এনজেপি স্টেশনে দাড়িয়ে থাকা সম্পর্কক্রান্তি এক্সপ্রেস থেকে অঙ্কিত এবং কমলেশকে আটক করে ডিআরআই।
তাদের কাছ থেকে ৪টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১৭৬৭.৫০০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭ লক্ষ টাকা।