হিবজুর রহমান বরভুইয়া : বহিরাগত নিযুক্তিকে কেন্দ্র করে চরম উত্তপ্ত হয়ে উঠল শিলচর মেহেরপুরের আঞ্চলিক ইউনানী অনুসন্ধান কেন্দ্রl
বঞ্চিতরা রাস্তায় নেমে প্রতিবাদ করেন।
স্থানীয়দের বঞ্চিত করে চতুর্থ শ্রেণীর পদে বহিরাগতদের নিযুক্তির প্রতিবাদে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠে গোঠা মেহেরপুর।
কেঁপে উঠে হাসপাতাল চত্বরl
তাদের দাবি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ শ্যানয়াল এই ইউনানী কেন্দ্র স্থাপন করে স্থানিয়দের অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিলেন।
কিন্তু, এখন বহিরাগতদের নিযুক্তি দেওয়া হচ্ছে।
স্থানীয়দের দাবি তারা ইউনানী কেন্দ্র স্থাপনে সহযোগিতা করেছেন, এমনকি জমিও দান করা হয়েছে।
স্থানীয়দের বঞ্চিত করে এভাবে বহিরাগতদের নিযুক্তি, তারা কখনও মেনে নেবেন না। যে কয়েকটি নিযুক্তি দেওয়া হয়েছে তা বাতিল করে স্থানীয়দের না দিলে আন্দোলন আরও বৃহত্তর করার হুঁশিয়ারী দেওয়া হয়।